ছাতকে হামলায় বসতঘর ভাঙচুরের অভিযোগ

ছাতক প্রতিনিধিঃ ছাতকে মরিয়ম বেগম (১৯) নামের এক অন্তঃস্বত্ত্বা গৃহবধু আহতসহ বসতঘর ভাঙচুর ও নির্মাণ সামগ্রীসহ কর্তন করা গাছপালা লুটপাট করেছে প্রতিপক্ষ। শনিবার দুপুরে পৌর শহরের পূর্ব নোয়ারাই গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মরিয়ম বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সকালে বিরাম আলীর নেতৃত্বে জোরপূর্বক বসতঘরসহ ল্যাট্রিন ভাঙচুর ও বাড়ির গাছপালা কর্তন করে প্রতিপক্ষের লোকজন। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় তাদের তান্ডবে বাঁধা দিতে গিয়ে সশস্ত্র প্রতিপক্ষের হাতে গুরুতর আহত হয় অন্তঃস্বত্ত্বা মরিয়ম বেগম। বসতঘর ভাঙচুর করে টিন ও নির্মাণ সামগ্রীসহ কর্তন করা গাছপালা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মরিয়ম বেগমের স্বামী সুমন মিয়া বাদি হয়ে বিরাম আলী, নুর আলম, আছিয়া বেগমের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।