সুরমা নদীর বালু মহালে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে
কানাইঘাট প্রতিনিধিঃ প্রশাসনের নির্দেশ অমান্য করে কানাইঘাট রাজাগঞ্জ সুরমা নদীর বালু মহাল থেকে অবৈধভাবে দু’টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া কানাইঘাট থানা পুলিশের সহায়তায় রাজাগঞ্জ সুরমা নদীর বালু মহল পরিদর্শন করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ঘটনার সাথে জড়িত তালবাড়ী গ্রামের জফর উদ্দিন চৌধুরীর ছেলে জুবায়ের আহমদ (৩০) কে আটক করে নিয়ে আসেন। পরে আটক জুবায়ের উক্ত বালু মহল থেকে প্রশাসনের অনুমতি ব্যতি রেখে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করবে না এই মর্মে মুসলেকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, তালবাড়ী গ্রামের জনৈক জাবির আশরাফ চৌধুরী নামে এক ব্যক্তি মহামান্য হাইকোর্টে একটি আদেশের বলে সম্প্রতি ড্রেজার মেশিন দিয়ে রাজাগঞ্জ সুরমা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। জেলা বালু মহাল কমিটির কোন আদেশ বা বালু উত্তোলনের অনুমতি না নিয়ে শুধু মাত্র হাই কোর্টের আদেশের অপব্যাখ্যা দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য জুবায়ের আহমদ চৌধুরীকে নির্দেশ দেওয়ার পরও তিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ না করায় গতকাল তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যবস্থা নিয়েছেন। এ ব্যাপারে মহামান্য হাই কোর্টের ট্রেজারী বরাবরে যথাযথ আদেশের বিরুদ্ধে আপীল করা হয়েছে। গত বছরও হাই কোর্টের আদেশ দেখিয়ে জুবায়ের আহমদ চৌধুরী অবৈধভাবে বালু উত্তোলন করলে তা বন্ধ করা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, রাজাগঞ্জ সুরমা নদীর বালু মহাল থেকে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের ঘটনায় একটি প্রভাবশালী মহল জড়িত রয়েছেন। অনেক সময় প্রশাসন এদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাধার সম্মুখীন হন।