কানাইঘাট বাজারে চুরি ও অসামাজিক কার্যকলাপ রোধে রাত ১২টার পর দোকান পাট বন্ধের নির্দেশ

কানাইঘাট প্রতিনিধিঃ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিন্ধান্ত মোতাবেক কানাইঘাট বাজারে রাত ১২টার পর সব ধরনের দোকান পাট বন্ধের জন্য পৌর শহর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার মাইকিং করা হয়েছে। সম্প্রতি কানাইঘাট বাজার ও পাশ্ববর্তী এলাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌর শহরে চুরি ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের লক্ষ্যে মে ২০১৪ ইং তারিখের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এ সিন্ধান্ত গৃহীত হয়। তবে জরুরী ঔষধ কেনা কাটার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখস্থ ফার্মেসীগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পৌর শহরের যানজট নিরসন এবং হোটেল-রেস্তোরা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হবে। এছাড়া বাজারে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাজারে নৈশ্য প্রহরীর সংখ্যাও বৃদ্ধি করা হবে।