এমসিসি’র বিশ্ব একাদশে তামিম
সুরমা টাইমস স্পোর্টসঃ ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের দুইশ বছর পূর্তি উপলক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চলেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট ক্লাব(এমসিসি)।৫০ ওভারের ম্যাচটির জন্য এরই মধ্যে দুটি দল ঘোষণা করেছে ক্লাবটি।যার মধ্যে বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের মারকুটে ওপেনার তামিম ইকবাল।
এমসিসি’র বিশ্ব একাদশে তামিম
লর্ডসে দারুণ পারফরমেন্স করা ক্রিকেটারদের পাশাপাশি দল দুটিতে বিবেচনা করা হয়েছে বিশ্বের বাঘা বাঘা সব সাবেক ও বর্তমান ক্রিকেটারদেরকে।২০১০ সালে ১০৩ রানের ক্ষ্যাপাটে এক ইনিংস খেলে ক্রিকেট মক্কার অনার্স বোর্ডে নাম উঠিয়েছিলেন তামিম।ওই ইনিংসের কল্যাণেই তিনি জায়গা পেয়েছেন শেন ওয়ার্নের নেতৃত্বাধীন বিশ্ব একাদশে।বিশ্ব একাদশে তামিমের অন্য সতীর্থরা হলেন পল কলিংউড,অ্যাডাম গিলক্রিস্ট,মুত্তিয়া মুরালিধরন,বীরেন্দর শেবাগ,যুবরাজ সিং,পিটার সিডল, শহীদ আফ্রিদি,কেভিন পিটারসেন এবং টিনো বেস্ট।তামিমদের গুরু বানানো হয়েছে সাবেক প্রোটিয়া অলরাউন্ডার শন পোলককে।
এমসিসি’র বিশ্ব একাদশে তামিম
অন্যদিকে,এমসিসি একাদশ খেলবে ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের নেতৃত্বে।শচীন ছাড়া ওই দলে আরোও আছেন ব্রায়ান লারা,রাহুল দ্রাবিড়,সাঈদ আজমল,শিব নারায়ন চন্দরপল,অ্যারন ফিঞ্চ,উমর গুল,ক্রিস রিড,ব্রেট লি,ড্যানিয়েল ভেট্টরি এবং শন টেইট।সাবেক ইংলিশ ক্রিকেটার মাইক গ্যাটিংকে কোচ হিসেবে পাচ্ছে শচীনরা। আগামী ৫ জুলাই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচটি ।