ছাতকে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৪

dakat hamlaছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রতিপক্ষের হামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৪ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত প্রবাসীর কেয়ারটেকার ছাদিক (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকালে দোলারবাজার ইউনিয়নের পালপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ছাদিক বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের ছোট খুরমা গ্রামের আবদুল করিমের পুত্র ও যুক্তরাজ্য প্রবাসী পালপুর গ্রামের বাসিন্দা লিয়াকত আলীর কেয়ারটেকার। আহত ছাদিক জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী লিয়াকতের বাড়িতে থেকে সে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছে। ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রবাসী লিয়াকত আলীর সাথে একই গ্রামের মৃত হারিছ আলীর পুত্র নুর মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলা-মোকদ্দমাও বিচারাধিন রয়েছে। বুধবার সকালে প্রবাসীর পুত্র সাইফুল ইসলাম যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজি অটো রিকশা যোগে যাওয়ার পথে নুর মিয়ার বাড়ির সম্মুখে প্রতিপক্ষরা তার গাড়ির গতিরোধ করে। নুর মিয়ার নেতৃত্বে জালাল উদ্দিন, আবদুল আলিম, জিল্লুর রহমান জিলু, মাহবুব মিয়াসহ ২৫-৩০জন লোক সশস্ত্র হামলা চালিয়ে ছাদিক (৩০), প্রবাসী লিয়াকত আলী (৬০), সাইফুল ইসলাম (২৫), প্রবাসীর স্ত্রী হুসনে আরা বেগম (৫০) কে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ছাতক হাসপাতালে ভর্তি করে। হামলাকারিরা প্রবাসীর কাছে থাকা ৪হাজার ১শ পাউন্ড, নগদ ২লক্ষ ৫০হাজার টাকা, মোবাইল ফোনসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে প্রবাসীর পুত্র সাইফুল ইসলাম দাবি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নুর মিয়া জানান, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসী লিয়াকত আলী তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। স্থানীয়দের মাধ্যমে একাধিক সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়। ঘটনার দিন সকালে কেয়ারটেকার ছাদিকের উস্কানিমুলক আচরনে হাতাহাতির ঘটনা ঘটেছে। এখানে চিকিৎসা নেয়ার মতো আহত হওয়ার কোন ঘটনা ঘটেনি।