পুলিশী নির্যাতনের প্রতিবাদে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভা

police-bribeপুলিশী নির্যাতন বন্ধের প্রতিবাদে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন উপশ্রমিক রোড কমিটির যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার জেলা অফিস কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম আহমদ ফলিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি মোঃ তেরা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন সওদাগর, সহ সম্পাদক ছালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক মনির মিয়া, প্রচার সম্পাদক শেখ জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক সাহেব আলী, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, মেম্বার আতাউর রহমান সেলিম, আবুল হাসনাথ (আবুল), শেখ সোনাফর আলী লাকী, শামিম আহমদ, গোলাপগঞ্জ মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির সম্পাদক এমরান আহমদ, তাজপুর মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির সভাপতি শাহ জামাল, চন্ডিপুল মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, শাহজালাল ব্রীজ মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির সভাপতি শাহ মাহমুদ, সুবিদবাজার মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ, দয়ামির মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির সভাপতি সিদ্দেক আলী, কতমতলী মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির সভাপতি আকবর মিয়া, চৌহাট্টা মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির সভাপতি অরুণ দেবনাথ, চৌহাট্টা মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটি-৩ এর সম্পাদক শাহজাহান মিয়া, চৌহাট্টা মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটি-২ এর সভাপতি মোঃ অলি, সাংগঠনিক সম্পাদক টিটু মিয়া, রামদা মাইক্রোবাস উপ শ্রমিক রোড কমিটির সভাপতি বশির মিয়া প্রমুখ।

সভায় বক্তারা শাহপরান ব্রীজে মাইক্রোবাস ও কার থেকে অতিরিক্ত টুল আদায় বন্ধের দাবী করে বলেন, সিলেট বিভাগ ভিত্তিক সব ব্রীজে ২০ টাকা করে মাইক্রোবাস ও কার থেকে টুল আদায় করা হয়, কিন্তু সিলেট শাহপরান ব্রীজে ৪০ টাকা করে টুল আদায় হয়, এই অতিরিক্ত টুল আদায়ের ফলে সড়ক পরিবহরণ শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পাশাপাশি সিলেট হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ দ্বারা গাড়ী রিকুইজিশনের নামে শ্রমিক নির্যাতনও বন্ধের জোর দাবী জানান।