জকিগঞ্জে সেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলা আহত ১০, সাংবাদিক জড়িয়ে মামলা
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জে সেটেলমেন্ট অফিসে আপত্তি মামলার শুনানীতে অংশ নিতে এসে মঙ্গলবার রাজাকার আকতরের র্নিদেশে সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হকের মাথা ইট দিয়ে থেতলে ও হাতের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে। আব্দুল হক জানান, রাজাকার আকতরের র্নিদেশে পেশাদার দালাল ডেগার মোল্লার নেতৃত্বে সোনা মিয়া, ফজলুল, করিম, আব্দুল হক, জামাল আহমদ, নূর ইসলাম, ফারুক আহমদ গং হামলা চালায়। এসময় সেটেলমেন্ট অফিসের কর্মকতা, কর্মচারি সহ প্রায় ১০ জন গুরুতর আহত হন। জানা যায়- দরিয়াপুর গ্রামের হেলাল উদ্দিন, জামাল আহমদ, কামাল আহমদ গংদের দরিয়াপুর মৌজার এস.এ ৫১১ নম্বর দাগের ভূমি নিয়া জকিগঞ্জ সেটেলমেন্ট অফিসের ৩১ ধারার ৪৬৮০/১৩ নং আপত্তি মামলার শুনানী ঘটনার তারিখ ২৭/০৫/২০১৪ ইংরেজী মঙ্গলবার ধার্য ছিল। শুনানীতে অংশ নিতে হেলাল উদ্দিন গংদের ফুফুতো ভাই সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আব্দুল হক অংশ নিলে রাজাকার আকতার ক্ষিপ্ত হয়ে দালালদের র্নিদেশ দেন আব্দুল হক কে সায়েস্তা করার। সাথে সাথে দালালরা ধারালো অস্র দিয়ে হামলা করে আব্দুল হকের হাতের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে ও মাথা ইট দিয়ে থেতলে দেয়। সংঘর্ষে অস্থায়ী অফিসের দরজা-জানালা ভাংচুর হয়। সহকারী সেটেলমেন্ট অফিসার সোলায়মান আহমদ পুলিশকে খবর দিলে জকিগঞ্জ থানার এস.আই শরিফ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে মঙ্গলবার রাতে যুবলীগ নেতা কামাল আহমদ বাদী হয়ে রাজাকার আকতরসহ কয়েক জনের নাম উল্ল্যেখ করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু অদৃশ্য কারনে পুলিশ রাজাকার আকতর বাহিনীর বিরুদ্ধে মামলা রের্কড করছেনা।
এদিকে রাজাকার আকতরের র্নিদেশে দৈনিক সিলেট বাণীর জকিগঞ্জ প্রতিনিধি আল হাছিব তাপাদারসহ স্থানীয় যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ছাত্রলীগের কয়েকজন নেতার নাম উল্ল্যেখ করে কামিল আহমদ বাদী হয়ে অপর আরেকটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন।
এদিকে সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হকের উপর রাজাকার আকতরের হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে শুক্রবার জকিগঞ্জে প্রতিবাদ সভার ডাক দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অংঙ্গ সংগঠন।