ওসমানীনগরে হা-ডু-ডু টুর্নামেন্টে সিক্স স্টার চ্যাম্পিয়ন

দেশের ঐতিহ্যবাহি জাতীয় খেলা ধরে রাখতে হবে
……..মো. আবদাল মিয়া

Biswanath (sylhet) photo 28-5-14-1তজম্মুল আলী রাজু, বিশ্বনাথঃ বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া বলেছেন, দেশের জাতীয় ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলা কে ধরে রাখতে হবে। এরজন্য যুব সমাজ কে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, মালঞ্চ স্পোটিং ক্লাব আহমদনগর হা-ডু-ডু খেলা কে গুরুত্ব দিয়ে প্রতি বছর টুর্নামেন্ট এর আয়োজন করে যাচ্ছে। তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের কে উপজেলা পরিষদ ও ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন আবদাল মিয়া। গতকাল বুধবার ওসমানীনগরে মালঞ্চ স্পোটিং ক্লাব আয়োজিত ৩য় নক আউট হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেশের ঐতিহ্যবাহি জাতীয় হা-ডু-ডু খেলা সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারস্থ আহমদনগর গ্রামের উত্তরের মাঠে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। মালঞ্চ স্পোটিং ক্লাব আয়োজিত ৩য় নক আউট টুর্নামেন্টে Biswanath (sylhet) photo 28-5-14সুপার স্টার নাজিরবাজার কে ১৭-৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিক্য্র স্টার ফরিদপুর। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের হাইয়ুম।
মালঞ্চ স্পোটিং ক্লাব আহমদনগরের সভাপতি মো. সেবুল মিয়ার সভাপতিত্বে ও ধারাভাষ্যকার জুয়েল আহমদ নূর এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহিম, ইউ/পি সদস্য ডাক্তার আছাবউদ্দিন আসকির, হিরণ মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু, বিশিষ্ঠ ব্যবসায়ী হারুন মিয়া, মালঞ্চ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়ানুরাগী আলাউদ্দিন রিপন, আব্দুল মুকিত, এনাম আহমদ, জায়েদ আহমদ, আবুল কালাম রুনু, তামিম আহমদ প্রমুখ। খেলা পরিচালনা করেন কামালউদ্দিন।