সিলেটে হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ
‘ঢালাওভাবে হকারদের উচ্ছেদের প্রতিবাদে এবং হকারদের পুনর্বাসন’-এর দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর সর্বস্থরের হকার ঐক্য পরিষদ। গতকাল বুধবার দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মিছিলপূর্বক এক সমাবেশে হকার ঐক্য পরিষদ’র নেতৃবৃন্দরা বলেন, ঢালাওভাবে সব হকারদেরকে উচ্ছেদ মেনে নেয়া যায় না, মেনে নেয়া হবে না। ‘অবিলম্বে উচ্ছেদকৃত হকারদেরকে পুনর্বাসন করতে হবে’ মন্তব্য করে হকার ঐক্য পরিষদ’র নেতৃবৃন্দরা বলেন, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয় । ঐক্য পরিষদের আহবায়ক এম এ হান্নানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ রকিব আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপ্রতি ও জেলা সভাপতি প্রকোশলী মোঃ এজাজুল হক এজাজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ইকবাল। ঐক্য পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ শফিক আহমদ, মোঃ হেলাল আহমদ, আব্দূল আহাদ, মোঃ ইয়ামিন, মোঃ চান মিয়া,মোঃ হাসিম উদ্দিন, পিয়ার হোসেন, রুহুল আমিন রুবের, মোঃ আবুল কাশেম,মোঃ বাসার আহমদ, মোঃ কোকন আহমদ, মোঃ ছালেক আহমদ, মোঃ খোকন ইসলাম, মোঃ মানিক, মোঃ রফিক, মোঃ পকির হোসেন, মোঃ ছালাম হোসেন, মোঃ শাহাজান মিয়া, আব্দুর রহিম, মোঃ শাহাজান, মোঃ মোখলেছুর রহমান, মোঃ রুমন আহমদ, দেলোয়ার হোসেন কাল্লু, মহারাজ মিযা, মোঃ নজরুল, মোঃ এলাছ মিয়া, মোঃ জাহেদ রাজা, মোঃরাহিম আহমদ, মোঃ হাসান মিয়া, মোঃ জানে আলম, মোঃশামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি