মোদি-নওয়াজ বৈঠক : জঙ্গি দমনের আহ্বান
সুরমা টাইমস ডেস্কঃ ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরদিনই সার্কভুক্ত দেশের নেতাদের সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। এরমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে অনুষ্ঠিত বৈঠকটি ছিলো গুরুত্বপূর্ণ।
এ বৈঠকে নরেন্দ্র মোদি নওয়াজ শরীফকে জঙ্গি দমন ও ২০০৮ সালে মুম্বাই হামলায় দোষীদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানান। মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে বৈঠকে নওয়াজ শরীফ বলেছেন, তাদের দুদেশেরই ঐতিহাসিকভাবে বিরাজমান “লিগাসি অব মিসট্রাস্ট” ভুলে গিয়ে শান্তি ও নিরাপত্তার জন্যে কাজ করে যাওয়া উচিৎ।
ভারতের পররাষ্ট্র সচিব সুজতা সিং বলেছেন, নরেন্দ্র মোদি পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাসবাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।