একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি মিনার গ্রেপ্তার
সুরমা টাইমস রিপোর্টঃ ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি’র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আশিকুর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল বিকাল সাড়ে তিনটার দিকে কাফরুল থানার কচুক্ষেত এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গত ২৪শে মে থেকে মিনার ওই বাসায় আত্মগোপন করেছিলেন। এডিসি আশিকুর রহমান জানান, ফেনী জেলা পুলিশের কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হত্যাকা-ের সম্পৃক্ততা বিষয়ে তারাই মিনারকে জিজ্ঞাসাবাদ করবেন। তবে মিনারের দাবি গত ২০শে মে হত্যাকা-ের দিন তিনি ঢাকা কোর্টে মামলার হাজিরা দিচ্ছিলেন। উল্লেখ্য, গত মার্চে ফুলগাজী উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন জেলা তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী মিনার। তার বাড়ি ফুলগাজীর আনন্দপুর গ্রামে। গত ২০শে মে ফেনী শহরে প্রকাশ্যে একরামকে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামি করে মামলা করেন নিহত একরামের ভাই।