কানাইঘাটে ব্রিটিশ বংশধর জেমস্ নানকাকে গণসংবর্ধনা প্রদান
কানাইঘাট প্রতিনিধি: ব্রিটিশ বংশধর কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ও পশ্চিম ইউপির সাবেক নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান লোভাছড়া চা বাগানের কর্ণধার বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মিঃ জেমস্ লিও ফারগুশন নানকা কে এলাকাবাসীর উদ্যোগে গতকাল রবিবার বিকেল ৩টায় বাগান বাজার সংলগ্ন মাঠে নাগরিক গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বিশাল এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কানাইঘাটে অসংখ্য আলিম-উলামা ও জ্ঞানী-গুণী ব্যক্তিদের জন্ম হয়েছে। তাদের ই একজন ব্রিটিশ বংশধর বাংলাদেশের নাগরিক কানাইঘাটের আপময় জনসাধারনের মধ্যমনি সৎ দৃঢ় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুশন নানকা। বার বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘ ২৫ বছর মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সততা, নিষ্ঠার সাথে ব্রিটিশ নাগরিক হয়েও জেমস্ নানকা এলাকার উন্নয়ন আর্তমানবতায় কাজ করেছিলেন বিধায় তাঁকে আজ এলাকাবাসী নাগরিক সংবর্ধনা দিচ্ছে। শফিকুর রহমান আরো বলেন, জেমস্ নানকা সোনার চামচ মুখে নিয়ে জন্ম গ্রহণ করলেও সুদূর যুক্তরাজ্য থাকার পরও এই বাংলার টানে জন্মভূমী কানাইঘাটবাসীর কাছে বার বার ছুটে এসে এলাকায় উন্নয়ন ও সেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন। এলাকাবাসী আজ তার কর্মের প্রতিদান দিচ্ছে সংবর্ধনার মাধ্যমে। নাগরিক গণসংবর্ধনা কমিটির সভাপতি মাষ্টার মনোহর আলীর সভাপতিত্বে এবং যুবনেতা সেলিম চৌধুরীর পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মিঃ জেমস্ লিও ফারগুশন নানকা, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, উপ দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঁতবাক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, নাগরিক সংবর্ধনা কমিটির সদস্য সচিব শ্রী রিংকু চক্রবর্তী, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বক্তব্য রাখেন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান শমসের আলম, নাগরিক সংবর্ধনা পরিষদের আব্দুল লতিফ, কামাল আহমদ, ছয়ফুল আলম, আব্দুল খালিক মেম্বার প্রমুখ। সংবর্ধিত অথিতি জেমস্ নানকা তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে থাকার পরও বার বার এই জনপদ এই মানুষের টানে কানাইঘাটে ছুটে আসি। জীবনের শেষ মূহুর্থে মানুষের পাশে থেকে এলাকার জন্য কাজ করতে চাই। এ নাগরিক সংবর্ধনার মাধ্যমে আমাকে এলাকার আপময় জনসাধারণ যে সম্মান দেখিয়েছেন আমি তার প্রতিদান দিতে চাই।