জগন্নাথপুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ৪ ডাকাত গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশ ৪ ডাকাতকে আটক করেছে। শুক্রবার গভীর রাতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামে জ্যাতিষ চন্দ্র চৌধুরীর বাড়িতে শুক্রবার রাত ২ টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত হানা দেয়। তারা বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজনকে মারধোর করে নগদ অর্থ ৭ ভরি স্বর্নালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ায় সময় টহলরত পুলিশ ও গ্রামবাসি ডাকাতদের ধাওয়া করে গ্রামের চিতল বিল হাওরে ৪ ডাকাতকে ধরতে সক্ষম হয়। অপর ডাকাতরা পালিয়ে যায়। আটক ডাকাতরা হচ্ছে ওই ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত সামছুল হকের পুত্র সুমন মিয়া (২৫) , ফিরোজ মিয়া পুত্র রিংকু মিয়া (২০), বাগময়না নোয়াগাও গ্রামের আব্দুল মছব্বির’র পুত্র কামাল মিয়া (৩৫) ও নবীগঞ্জ থানার ছৈইলা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র ইলিয়াস মিয়া (২৪)। এ সময় ডাকাদের নিকট থেকে লুট হওয়া মালামালের মধ্যে একটি টেলিভিশন, একটি ডিভিডি সেট ও একটি কাপরের ব্যাগ উদ্ধার করা হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি আসাদ্দুজামাম জানান, পুলিশ ও গ্রামবাসির সহযোগিতায় ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিককালে ওই ডাকাত চক্র এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধে করে আসছে। পুলিশ তৎপর হয়ে তাদেরকে গ্রেফতার করেছে। ডাকাতদের নিকট থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।