মাধবপুরে জাপার দুই গ্রুপের সংঘর্ষে সভা পন্ড : আহত ২০

japa fightমাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক সাধারণ সম্পাদক, যুব সংহতির উপজেলা আহ্বায়কসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সভা পন্ড হয়ে যায়। আহতদের মাধবপুর ও ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা ৪ টার দিকে উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই দিন বিকালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন কল্পে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা আহ্বান করা হয়।
সভায় জাতীয় পার্টির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও জেলা আহ্বায়ক সোবান চৌধুরী , জাতীয় পার্টির কেন্দ্রিয় নিবার্হী কমিটির সদস্য আহাদ চৌধুরী শাহিনসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
হলের ভেতরে আহ্বায়ক পদ প্রার্থী কদর আলী মোল্লার সমর্থকরা তার একটি ব্যানার লাগাতে গেলে অপর আহ্বায়ক প্রার্থী ওয়াহাব মিয়ার সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে দু’ গ্রুপের মধ্যে তুমুল হইচই, চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উপজেলা যুব সংহতির সভাপতি কাউছার আহাম্মেদ (৪০), আলামিন (১৮), সাদ্দাম (২২), আব্দাল (২৫), সৈয়দ মিয়া পাঠান (৩৫), জুয়েল (১৮), তৈহিদ (২০), আব্দুল ওয়াহাব (৫০), আশরাফ (২৫), নুর আলম (২৫), ফজল মিয়া (৩৫), জসিমসহ (২০) উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।