দক্ষিণ সুনামগঞ্জে নিরীহ পরিবারের বসতঘর আগুন দিয়েছে দুুবৃত্তরা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ পূর্ব বিরোধের জের ধরে দুই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে গ্রামবাসীর সংর্ষের ঘটনার ৬ দিনের মাথায় এক নিরীহ পরিবারের বসত ঘরে আগুন ও বাড়ির গ্লাস ভেঙ্গে দিয়েছে র্দুত্তরা। এতে বসত ঘর, ধান চাল,গোখাদ্য ও মামলামাল সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক রহমত আলী। তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ আতংঙ্কে পূরুষ শূন্য গ্রামটিতে রহমত আলী বাড়িতে না থাকায় তার ন্ত্রী রহিমা বেগম, পূত্রবধূ ও নাতি নাতনী নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। শুক্রবার গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশ গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সম হলেও বসত ঘর, মালামাল সম্পূর্ন পুড়ে যায়। দুর্বৃত্তরা যাওয়ার পথে কয়েকটি বাড়ীর কাচের জ্বানালা ভেঙ্গে অনেক তি সাধন করেছে। শনিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রির্পোট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।