অবশেষে ভারত সফরে আসছেন পাক প্রধানমন্ত্রী
সুরমা টাইমস ডেস্কঃ অবশেষে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার দেশটির সরকারের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এ সফরে নওয়াজ শরীফের সাথে যোগ দিতে পারেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্তজ আজীজ।
আগামী ২৬ মে ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র নেতা নরেন্দ্র মোদি। এই শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত সবদেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু পাকিস্তান বাদে অন্য সবদেশ আগেভাগেই ওই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলো।
শোনা যাচ্ছিলো নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেবেনা পাকিস্তান। কিন্তু সবার শেষে হলেও তারা ভারত সফরের সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের মধ্যে দ্বিপক্ষীয় সমস্যা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবণা খুবই কম। আর নওয়াজ শরীফের এটিই হবে ইতিহাসের প্রথম ভারত সফর।