ইংলাকদের এক সপ্তাহ আটক রাখা হতে পারে
সুরমা টাইমস ডেস্কঃ থাই সেনাবাহিনী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ ক্ষমতাচ্যুত সরকারের বিশিষ্ট রাজনীতিবিদদের এক সপ্তাহ পর্যন্ত আটক রাখতে পারে।গতকাল শুক্রবার তাদের আটক করা হয়।
শনিবার সেনা মুখপাত্র কর্নেল উইনথাই সুভেরি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘থাইল্যাণ্ডের রাজনৈতিক গোলযোগের সঙ্গে এই নেতাদের কতটা সরাসরি সম্পৃক্ততা ছিল তার ওপর নির্ভর করে তাদের এক সপ্তাহ পর্যন্ত আটক রাখা হতে পারে।’