জগন্নাথপুরে বিয়ের দাবীতে প্রবাসী প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা
জগন্নাথপুর প্রতিনিধিঃ বিয়ের দাবীতে প্রবাসী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক পালিয়ে গেলেও বাড়ি ছাড়েননি প্রেমিকা। অনশন শুরু করেছেন। বিষয়টি পুলিশ প্রশাসন পর্যন্ত গড়িয়েছে। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে । জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ইউছুফ আলী (৩৪) প্রতিবেশি এক তরুণীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। দিনমজুর বাবার এই কিশোরী মেয়েকে বিভিন্ন স্থানে ঘুরেছেন। এ নিয়ে এলাকায় কানাঘোষা শুরু হলে প্রেমিকা তাকে বিয়ে করতে প্রেমিককে চাপ দেন। এতেই বিপত্তি বাঁধে। সুচতুর প্রেমিক মেয়েটিকে এড়িয়ে চলতে শুরু করে। স্বীকৃতি পেতে একপর্যায়ে তাকে ছুটে যেতে হয় প্রেমিক ইউছুফের বাড়িতে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযান চালালেও তাকে আটক করতে পারেনি। এদিকে বিয়ের দাবীতে শুক্রবার বিকেল থেকে মেয়েটি প্রেমিক ইউছুফ আলীর বাড়ীতে অবস্থান করছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও একটি মহল বিষয়টি ধামাচাপা দিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করে মেয়েটির বাবা বাদশা মিয়া বলেন, ‘বিয়ের কথা বলে আমার মেয়েটির জীবন নষ্ট করে এখন টাকার বিনিময়ে সব ধামাচাপা দিতে চেষ্টা করছে প্রভাবশালী মহল। তিনি বলেন আমরা গরিব মানুষ আমার মেয়েটির জীবন এখন হুমকির সম্মুখীন। শুধু ন্যায় বিচার চাই।’ জগন্নাথপুর থানার উপ-পরির্দশক মুজিবুর রহমান জানান, মেয়েটির লিখিত অভিযোগের পর অভিযান চালিয়ে অভিযুক্ত প্রবাসীকে বাড়িতে পাওয়া যায়নি। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি।