অডিওতে কণ্ঠটি আমার: শামীম ওসমান (ভিডিও)

samim-osmanসুরমা টাইমস ডেস্কঃ নারায়ণগঞ্জে সাত খুনের পর প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে কথা বলেছেন বলে স্বীকার করেছেন শামীম ওসমান। তিনি বলেন, মামলার প্রধান আসামি নূর হোসেনের সঙ্গে কথোপকথনের অডিওটি তার নিজের। শুক্রবার সন্ধ্যায় গুলশানে নিজের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নূর হোসেনের সঙ্গে কথোপকথনকারী কণ্ঠ আমারই। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। নূর হোসেনই আমাকে ফোন করেছিল।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারতে পালিয়ে যেতে শামীম ওসমান সহযোগিতা করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে প্রকাশিত হয়েছে নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের কথোপকথনের একটি অডিও।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। এর দুদিন পর ২৯ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে শামীম ওসমানকে ফোন করেন নূর হোসেন। ১০৩ সেকেন্ড তাদের মধ্যে কথা হয়। শামীম ওসমানের সঙ্গে ফোন করার সময় নূর হোসেন ধানমন্ডি ৪ নম্বর সড়কের আশপাশেই ছিলেন।