একে-২২ রাইফেল ও ১৯৮ রাউন্ড গুলিসহ থানায় আত্মসমর্পণ ছাত্রলীগ নেতা
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না ওরফে ছোট মুন্না একটি একে-২২ রাইফেল ও ১৯৮ রাউন্ড গুলিসহ থানায় আত্মসমর্পণ করেছেন। তিনি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। মঙ্গলবার দুপুর দেড়টায় লক্ষ্মীপুর সদর থানায় তিনি আত্মসমর্পণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক কেএম টিপু সুলতান বলেন, সম্প্রতি নতুন এসপি এসে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। এতে আতঙ্কিত হয়ে সে আত্মসমর্পণ করে থাকতে পারে। সদর উপজেলার পূর্বাঞ্চলে যে হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে মুন্নাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।