শাল্লায় অবৈধ বিদ্যুৎ সংযোগে ভরপুর, প্রকৃত গ্রাহকদের দুর্ভোগ
বিপ্লব রায়,শাল্লা প্রতিনিধিঃ অবৈধ বিদ্যুৎ সংযোগের কবলে পড়ে বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগের শেষ নাই সুনামগঞ্জের শাল্লা উপজেলায় । দিরাই Ñশাল্লা বিদ্যুৎ সংযোগ লাইনটি ১৯৯২ সনের জুন মাসে সুরঞ্জিত সেন গুপ্ত উদ্বোধন করেন। প্রায় ২২ বছর পাড় হলেও সেই মান্দাত আমলের পুরাতন লাইনটিরÑ খুটি তাঁর এখন বাকা হয়ে মাটিতে পরার উপক্রম। আর এই কারনে প্রায়েই র্দুঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভ্রাটের কথা প্রায় সময় উপজেলার বাজারে ব্যবসায়ীগন দিরাই বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানালে কাজের কাজ কিছুই হচ্ছেনা। ফলে বাধ্য হয়েই তারা নিজ তাগিদে বাজার থেকে টাকা উটিয়ে লাইনটির কাজ করে চলেছে। লোডশেডিং ও অবৈধ সংযোগের কারনে প্রকৃত গ্রাহকগন অতিষ্ট। গত বছরে দিরাই বিদ্যুৎ সাবষ্ট্রেশন চালো হওয়ার পরে, শাল্লা যে পরিমান বিদ্যুৎ সরবরাহ করা হয় তা শাল্লা সদর,অফিস পাড়া, ঘুঙ্গিয়ারগাঁও,ডুমরা গ্রামের সটিক গ্রাহকদের জন্য যতেষ্ট ছিল। কিন্তু বিদ্যুৎতের কতিপয় অসাদু ব্যক্তিদের যোগসাজসে অবৈধ সংযোগের কারনে সঠিক সেবা থেকে প্রকৃত গ্রাহক বঞ্চিত হচ্ছে। তার পর মরার উপর খারার ঘাঁ, বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগের শেষ নেই। শাল্লা সদর,অফিস পাড়া, ঘুঙ্গিয়ারগাঁও,ডুমরা গ্রামেও অসংখ্য অবৈধ সংযোগ রয়েছে। আর এতে করে প্রকৃত বিদ্যুৎ গ্রাহক যেমন প্রতারিত হচ্ছে,তেমনি সরকারের উপর এর বিরুপ প্রতিক্রিয়া পরছে। এব্যপারে উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র সরকারের সাথে ফোনে কথা হলে তিনি নিজেই শাল্লার বিদ্যুৎত সরবরাহ নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, আমি প্রায় সময় বিদ্যুতের বিষয়ে দিরাই বিদ্যুৎ অফিসের কর্মকর্তার সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করি। তবে এর স্থায়ী সমাধানের লক্ষে শাল্লায় একটি সাব অফিস করা খুবই প্রয়োজন। তিনি আরও বলেন অবৈধ সংযোগের ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে, সেই বিষয়টি আইনের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ প্রতিবেদককে জানান।