মুজিবের বাকশালী রক্ত আওয়ামী লীগের ধমনীতে: কর্নেল অলি
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, ‘শেখ মুজিবের বাকশালী রক্ত আওয়ামী লীগের ধমনীতে। তাই তারা আন্দোলন-সংগ্রামকে ভয় পায়। এজন্যই তারা ১৯ দলকে সভা-সমাবেশ করার অনুমতি দেয়না। বিক্ষোভ ঠেকাতে তারা কামান ব্যবহার করে। গতকাল বিএনপির বিক্ষোভ ঠেকাতে বাকশালী সরকার রাজধানীর মোড়ে মোড়ে তারা জল বসিয়েছিলো।
তিনি আজ এক বিবৃতিতে এসব কথা বলেন। গুম খুন প্রসঙ্গে কর্নেল অলি বলেন, ‘গুম-খুনের জন্য সরকার দায়ী। না হলে এ ব্যাপারে তারা নীরব কেন?’ খুনিদের গ্রেফতার করতে এতো সময়তো লাগার কথা না। আসলে আওয়ামী লীগ তাদের আড়াল করতে চেয়েছিলো কিন্তু জনগনের আন্দোলনের কারনে সম্ভব হয়নি।জেনারেল জিয়াকে নিয়ে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘জেনারেল জিয়াকে দেখলে যাদের কাপড়-চোপড় নষ্ট হতো, তারাই বলছেন জিয়া নাকি তাদের স্যার ডাকতো। এর চেয়ে ভন্ডামি আর হয় না। আওয়ামী লীগ একটি ভ-দের দল।