শুনানি থেকে বের হয়ে আটক কাউন্সিলর নীলা
সুরমা টাইমস ডেস্কঃ নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ‘রক্ষিতা’ হিসেবে আলোচনায় আসা সিটি করপোরেশনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নীলা সিদ্ধিরগঞ্জের সার্কিট হাউসে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়ে ফেরার পথে সদর থানার হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সাত খুনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেন চেয়ারম্যান লাপাত্তা হওয়ার পর তার রক্ষিতা হিসেবে আলোচনায় আসেন নীলা। তিনি নাসিকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর।