সিলেটের অনলাইন সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ শুরু রবিবার

PIBসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত অনলাইন সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ নিতে সিলেট বিভাগে কর্মরত ২৭টি জাতীয় ও স্থানীয় অনলাইন নিউজ পোর্টালের প্রায় ৩৫ জন সাংবাদিক এখন ঢাকায় ও ঢাকার পথে রয়েছেন। রবিবার সকাল ৯টা থেকে তিনদিনের প্রশিক্ষণ শুরু হবে।
ইতোমধ্যে অনেকেই ঢাকায় পিআইবিতে পৌঁছে গেছেন। অন্যরা রাতে এবং রবিবার ভোরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর শনিবার বিকেলে ঢাকায় পৌঁছে যাওয়া সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
সুরমা টাইমস সহ যেসব নিউজ পোর্টালের সাংবাদিকরা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন সেগুলো হলো, বাংলা নিউজ আপডেট , সিলেটভিউ টোয়েন্টি ফোর , নিউজ মিরর টোয়েন্টি ফোর , ঢাকা নিউজ টোয়েন্টি ফোর , সিলেটের কণ্ঠ টোয়েন্টি ফোর , ম্যাসমিডিয়া বিডি , সিলেট টোয়েন্টি ফোর নিউজ , সিলেট সংবাদ , সিলেট নিউজ ওয়ার্ল্ড , সময়বার্তা , নতুনমাত্রা টোয়েন্টি ফোর , সিলেট রিপোর্ট , ডেইলি বিডি নিউজ ডটনেট, ড্রিম সিলেট , পরিবর্তন , বাংলারডাক , হবিগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর , নিউজ হবিগঞ্জ , দি সুনামগঞ্জ টাইমস , হাওর টোয়েন্টি ফোর , পাতাকুঁড়ি ডটনেট, বাংলা নিউজ টোয়েন্টি ফোর , দি রিপোর্ট টোয়েন্টি ফোর , সাভার নিউজ টোয়েন্টি ফোর , আইপোর্ট বিডি ও বাংলা মেইল টোয়েন্টি ফোর ।