মোদির দীর্ঘায়ু কামনায় এরশাদ
সুরমা টাইমস ডেস্কঃ ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
একই সাথে ভারতের জনগণ, বিজয়ী দল, দলের প্রধান রাজনাথ সিং এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান দলটির চেয়ারম্যান।
আজ শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এরশাদ বলেন, বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক দেশ ভারতের জনগণ বারে বারে প্রমাণ করে এসেছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা নিবেদিত এবং অদ্বিতীয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ভারতের জনগণ গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণভাবে তাদের অনন্য ভূমিকার ধারাবাহিকতা রক্ষা করেছে।
নতুন সরকারের অধীনে বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এরশাদ।