নারায়ণগঞ্জে ৭ মার্ডার: র্যাবের দুই কর্মকর্তা গ্রেফতার
সুরমা টাইমস ডেস্কঃ নারায়ণগঞ্জে প্যানেল মেয়ন নজরুল, আইনজীবি চন্দন সহ আলোচিত সাত খুনের ঘটনায়র্যাবের দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ঢাকা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এই দুই কর্মকর্তা হলেন, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা র্যাব-১১’র সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেন।শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে ঢাকা সেনানিবাস থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন তিনি। নারায়ণঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও মিলিটারি পুলিশের একটি দল ঢাকা সেনানিবাস থেকে তাদের গ্রেফতার করে।