বিশ্বনাথ মাদ্রাসার পাগড়ি প্রদান সম্মেলন বাংলা টিভিতে লাইভ
বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাগার, সংগ্রামী আলেম মাওলানা আশরাফ আলী বিশ্বাথ (রাহ:) এর স্মৃতি বিজড়িত জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার বৃটেনে অবস্থানরত গ্রেজুয়েট আলিম/হাফিজদের দস্তারবন্দী তথা পাগড়ি প্রদান অনুষ্ঠান হগ ৭মে বুধবার ইউকে’র প্রথম বাংলা চ্যানেল বাংলাটিভিতে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অত্যন্ত জাকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। কোন টিভি চ্যানেলের পর্দায় লাইভ প্রোগ্রামের মাধ্যমে গ্র্যাজুয়েট আলিম হাফিজদের কে পাগড়ি প্রদানের জন্য সম্মানা অনুষ্ঠান সম্ভবত: ইতিহাসে এটি প্রথম। এর মাধ্যমে বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মাদরাসা নতুন রেকর্ড সৃষ্টি করতে সক্ষম হয়েচে। ৭মে বিকেল ৬া হতে রাত ১টা পর্যন্ত এ জনাকীর্ণ ও বৈচিত্রমন্ডিত অনুষ্ঠান বাংলা টিভি ইউকে কে লাইভ অনুষ্ঠিত হয়। এতে বৃটেন, বাংলাদেশ ও ইতালী’র বিভিন্ন শহর থেকে আগত বিপূল সংখ্যক বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, মাদ্রাসার শুভাকাংখী ও দ্বীন দরদী ব্যক্তিত্ব অংশ গ্রহণ করেন। ইতিহাসের প্রথম ও সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন বৃটেন ও ইউরোপের অগনিত দর্শক শ্রোতা। সুন্দর, গোছানো ও কোরআন হাদীসের নূরে আলোকিত এই অপরূপ প্রোগ্রাম উপভোগ করে অসংখ্য মানুষ অনাবিল আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করেছেন। বাংলা টিভি ইউকের উপস্থাপক মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও মাওলানা শাহ জাফর এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই বর্ণাঢ্য লাইভ প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সেক্রেটারী ও পাগড়ি প্রদান প্রোগ্রামের সার্বিক ব্যবস্থাপন হাফিজ হুছাইন আহমদ বিশ্বনার্থী। প্রধান অতিথি হিসাবে দারসে বোখারী শরীফ দান পূর্বক বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া বিশ্বনাথের এককালে’র শায়খুল হাদীস, আল্লামা ইমদাদুল হক মুহাদ্দিস হবিগঞ্জী। এ সময় সাবেক এম,পি এডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী, বিশ্বনাথ মাদ্রসার পটভূমি সম্পর্কে বিশেষ বক্তব্য রাখেন। আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী (রাহ:) এর জিবনী আলোচনা পূর্বক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মস্ক এর চেয়ারম্যান মাওলানা হাপিজ শামছুল হক। মাদ্রাসা শিক্ষার দর্শন সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আবদুল মুনতাকিম। প্রোগ্রামে বিশেষ আকর্ষণ হিসাবে বাংলাদেশ থেকে মাদানিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী শুভাগমন করেন।
প্রোগ্রামে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারী হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, মাদ্রাসার পরিচিতি মূলক বক্তব্য প্রদান করেন বিশ্বানথ মাদ্রসার মুহাদ্দিস মাওলানা রশীদ আহমদ হায়দরপুরী, আরও বক্তব্য রাখেণ বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসা মহিলা শাখার নাজিমে তা’লীমাত মাওলানা কামরুল ইসলাম সমীর, দয়ামীর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুশাহিদ আলী, অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ, মারকাজুল উলুম লন্ডন এর প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ, জামেয়া মাদানিয়া বিশ্বনাথের সাবেক মুহাদ্দিস, মুফতি নু’মান সিদ্দিকী, উলামা কাউন্সিল ইটালীর চেয়ারম্যান মাওলানা মিযানুর রহমান, লাইম হাউস সমজিদের সাবেক ইমাম মাওলানা মুহসিন, টিভি ভাষ্যকার মাওলানা সালেহ আহমদ হামিদী, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মাইল্যান্ড মসজিদের খতীব মাওলানা নাজির উদ্দিন, বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আবদুল জলীল, মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট এর চেয়ারম্যানর আলহাজ্ব রইছ আলী বিশিষ্ট সমাজসেবী হাজী ধন মিয়া, শাহ ফিরো আলী, মাওলানা ফখর উদ্দিন বিশ্বনাথী। পাগড়ী গ্রহণ পূর্বক অনুভূতী পেশ করেন ফুজালাদের মধ্যে, মাওলানা শরীফ খান, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ মাওলানা আবদুস সালাম, হাফিজ তৈয়্যবুর রহমান । লাইভ প্রোগ্রামে বক্তাগণ বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত মাওলানা আশরাফ আলী (রাহ:) এর কর্মবহুল সংগ্রামী জীবন ও তাঁর দেশ জাতী তথা মুসলিম উমামহর জন্য অসাধারণ অবদান সম্পর্কে স্বারগর্ভ আলোচনা উপস্থাপন করেন। বক্তাগণ বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার সারা জাগানো প্রভাব এবং পূণ্যভূমি সিলেট তথা সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠানটি স্মরণীয় দ্বীনি খেদমতের ভূয়সী প্রসংশা করেন। তাঁরা বৃটেন ও উপরোপের অবস্থানরত সর্বস্থরের মুসলমানদেরকে জামেয়া মাদানিয়ার প্রতি সর্বাত্মক সহযোগিতা হাত সম্প্রসারণের জন্য উদাত্ত্ব আহ্বান জানান।
লাইভ প্রোগ্রামে জামেয়া মাদানিয়া মাদ্রাসার পক্ষ থেকে অতিথিবৃন্দ যাদেরকে পাগড়ী পরিয়ে দেন- মাওলানা আফতাব উদ্দিন, মাওলানা এখলাসুর রহমান, মাওলানা মুহছিন, মাওলানা শরীফ খান, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা তাসনিদ আহমদ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা হাবিবুর রহমান লুল, মাওলানা সিরাজুল্লাহ, মাওলানা আবদুন নূর, হাফিজ মাওলানা আবদুস সালাম, হাফিজ মাওলানা তৈয়বুর রহমান, এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মুফতি আবদুল মুনতাকিম, আল আজহার এর ছাত্র বিশিষ্ট ক্বারী ক্বাজী আশিকুর রহমান, ক্বারী মাছরুর আহমদ। লাইভ প্রোগ্রামে মুহাদ্দিস মাওলানা ইমদাদুল হক কর্তৃক পবিত্র বোখারী শরীফের প্রাণবন্ত দারস নিংড়ানো, ধবধবে সাদা রংগের পাগড়ি পরানোর সুন্নতী দৃশ্য এবং হৃদয় আখেরী মোনাজাতের অনুভূতি সকলের হৃদয়ে শান্তির উপকরণ যোগায়।