দেশি কোচের কথাই বললেন ইয়ান পন্ট

ian-pont-l-gives-bowling-tips-to-cricketer-nazmul-hossain_24478_0সুরমা টাইমস স্পোর্টসঃ শেন জার্গেনসেনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)মুশফিকদের জন্য নতুন প্রধান কোচ খুঁজছে।দীর্ঘমেয়াদে নিয়োগের জন্য বোর্ড কর্তাদের পছন্দ হাই-প্রোফাইল কোচ।কিন্তু সাবেক ক্রিকেটারদের অনেকেই দেশি কোচের হাতে দলের দায়িত্ব তুলে দেয়ার দাবি তুলেছেন।আর সাবেকদের ওই দাবির সঙ্গে সম্প্রতি সুর মিলিয়েছেন টাইগারদের প্রক্তন বোলিং কোচ ইয়ান পন্ট।বলেছেন,নাসির-তামিমদের জন্য এখন দেশি কোচই বেশি প্রয়োজন।আরেক জন হাই-প্রোফাইল কোচ নিয়োগের সিদ্ধান্ত সময়োপযোগী নয়।
দেশি কোচ নিয়োগের পক্ষে যুক্তি দিতে গিয়ে পন্ট অবশ্য পুরনো সূত্রেরই ব্যাখ্যা করেছেন।সাবেক এ ইংলিশ ক্রিকেটারের বক্তব্য,বাংলাদেশে কোচরা যে সমস্যাগুলোর সম্মুখীন হয় সেগুলো অবশ্যই সমাধানযোগ্য।তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমস্যা সমাধানের ইচ্ছা থাকাটা জরুরি।বিসিবির উচিৎ কোচদেরকে কোচের মতই কাজ করতে দেয়া এবং ক্রিকেটের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেয়া।আর কোচরা অবশ্যই বাংলাদেশের সংস্কৃতি ও পারিপার্শ্বিকতার সঙ্গে খাপ খাইয়ে কাজ করবে।
তিনি আরোও বলেন,বিদেশি কোচদেরকে ক্রিকেট পাগল জনতার আবেগ বুঝতে হবে।মনে রাখতে হবে,অস্ট্রেলিয়া,ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকায় কোচিং করানো আর বাংলাদেশে কোচিং করানো এক বিষয় নয়।আর এসব বিষয় বিবেচনা করেই বাংলাদেশের উচিৎ এখন দেশি কোচ নিয়োগ দেয়া।আরেকটি হাই প্রোফাইল কোচ নিয়োগের সিদ্ধান্তকে ভুল সিদ্ধন্ত বলেই মনে হচ্ছে।
২০১০ সালের সেপ্টেম্বর থেকে প্রায় ৭ মাস মুশফিকদের বোলিং কোচের দায়িত্ব পালন করা পন্ট সাক্ষাৎকারে বাংলাদেশের টেস্ট অগ্রগতি বিষয়েও কথা বলেছেন।এক্ষেত্রে অবশ্য পন্টের কণ্ঠে হতাশা ঝরেছে।বলেছেন,ক্রিকেট পাগল দেশবাসীর কথা চিন্তা করে হলেও বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি আবশ্যক।তবে গত ১৪ বছরে দেশটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।টেস্ট র্যাং কিংয়েও আসেনি তাৎপর্যপূর্ণ পরিবর্তন।