জগন্নাথপুরে কর্মদক্ষতা মূল্যায়ন ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি: যদি থাকে সুশাসন তবে হবে উন্নয়ন এই শ্লোগন নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ও চিলাউড়া –লদিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক কর্মদক্ষতা মূল্যায়ন ও অবহিত করণ কর্মশালা গতকাল রোববার সকালে পাটলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও দুপুরে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সুশাসন কর্মসূচী শরিক প্রকল্পের আয়োজনে হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশন এর সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পাটলী ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন, স্থানীয় সরকার নিয়ে কাজ করা সংগঠন হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশন এর প্রকল্প কর্মকর্তা রোজি আক্তার, স্থানীয় সুশাসন কর্মসূচী শরিক প্রকল্পের কর্মকর্তা খন্দকার ইকরামুল হক, পাটলী ইউনিয়ণ পরিষদের ইউপি সদস্য আপ্তাব মিয়া, আব্দুল করিম,মোঃ আবুল হাসনাত,মহিলা সদস্যা ফেরদৌসি বেগম তানিয়া,গুলনাহার বেগম কোরেশী,আমিরুন নেছা,মোঃ আশিক মিয়া,জসিম উদ্দিন ফারুক আব্দুর রাজ্জাক নেছার আলী, হিরা মিয়া। অপরদিকে চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়ার সভাপতিত্বে ইউপি সচিব আব্দুল গফুরের পরিচালনায় কর্মশালায় স্থানীয় সরকার নিয়ে কাজ করা সংগঠন হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশন এর প্রকল্প কর্মকর্তা রোজি আক্তার, স্থানীয় সুশাসন কর্মসূচী শরিক প্রকল্পের কর্মকর্তা খন্দকার ইকরামুল হক ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় উপস্থিত ছিলেন।