আ.লীগ হিটলারের মতো দেশ চালাচ্ছে : এরশাদ
সুরমা টাইমস ডেস্কঃ আওয়ামী লীগ হিটলার-মুসোলিনির মতো দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিশেষ দূত জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় যুবসংহতির এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
দেশে কোথাও গণতন্ত্র নেই উল্লেখ করে এরশাদ বলেছেন, ‘আওয়ামী লীগ হিটলার-মুসোলিনির মতো দেশ চালাচ্ছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন দেশ!’
বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নেই দাবি করে তিনি বলেন, ‘বিএনপি রাজনীতিতে নেই, সংসদে নেই। এমনকি তারা রাজপথেও নেই। তাদের রাজনীতি বলতে কিছুই নেই। সরকার পরিবর্তনে বিএনপির কোনো শক্তিই নেই।’
জিয়া হত্যা নিয়ে ব্লেম গেম চলছে অভিযোগ করে সাবেক এই সেনাশাসক বলেন, ‘আমি জানি- জিয়া হত্যার সময় তার পাশের রুমে কে ছিলেন। তাদের নিয়ে নিয়ে খালেদা জিয়া ২০ বছর রাজনীতি করছেন। উনি ক্ষমতায় ছিলেন বিচার কেন করলেন না।’
তিনি বলেন, ‘বিচারপতি আবদুস সাত্তার ক্ষমতায় ছিলেন। হত্যাকারীদের ধরিয়ে দেয়ার জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেও তিনি জড়িতদের বিচার করেননি। ওই সময় বিদ্রোহ দমনের জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, ‘এতোদিন কেন বিচার করলেন না। এখন আমাকে বলছেন খুনি।’