বিএনপি-জামায়াতকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না: সুরঞ্জিত
সুরমা টাইমস রিপোর্টঃ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন কর্মকাণ্ডে শুধু বিএনপি-জামায়াতকে দোষ দিয়েই পার পাওয়া যাবে না। নারায়ণগঞ্জের ঘটনায় কি পার পাওয়া গেছে? কার মুখ বন্ধ করবেন? আগে নিজেকে প্রশ্ন করতে হবে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এট্রোসিটিজ অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে নিজ দলের সমালোচনা করে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
সুরঞ্জিত বলেন, সংখ্যালঘুরা নীরবে দেশ ত্যাগ করছে। এ পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের যতগুলো ঘটনা ঘটেছে তার একটির মামলাও তদন্ত হয়নি। আমার দেশ, আমার সরকার, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার হওয়ার পরেও এমনটি হচ্ছে। আমরা বিচার করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা। দেশকে সহিংস রাজনীতির দিকে ঠেলে দেয়ার কারণেই এমনটি হচ্ছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, যখনই সংখ্যালঘুদের উপর হামলা করা হতো তখনই পুলিশ প্রশাসন হামলার ঘটনায় অজ্ঞাতনামা ছয় সাত’শ জনের বিরুদ্ধে মামলা করতো। এতে প্রকৃত অপরাধী চিহ্নিত করা কঠিন হয়ে পড়তো। এর মাধ্যমে পুলিশ প্রশাসন মামলার নামে হয়রানির বাণিজ্য করেছে। তাদের উপর হামলার ঘটনায় একদল লুন্ঠন, ছিনতাই, সম্পদ ভোগ করছে আর অন্য একদল এই ঘটনায় ফায়দা হাসিল করার চেষ্টা করেছে। এর দায় সরকারের উপরও বর্তাবে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান সংখ্যালঘুদের নিরাপত্তায় নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় নাগরিক সমাজ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যা অত্যন্ত দুঃখজনক। আগে এটা দেখা যেত না। অন্যদিকে পুলিশ প্রশাসনও যথাযথ ভূমিকা রাখেনি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য উষাতন তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ আলম লেলিন এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অর্থনীতিবিদ রেহমান সোবহান, লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, রওনক জাহান, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমুখ।