ঋষি সম্প্রদায়ের পূনবার্সন ও আশ্রয়ন প্রকপ্ল দ্রুত বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন
সিলেট জেলা বি.ডি.ই.আর.এম. ও মহানগর ঋষিলীগের যৌথ উদ্যোগে সিলেট জেলা ও মহনগর ছিন্নমূল ভুমিহীন ঋষিস¯প্রদায়ের পূূনবার্সন ও আশ্রয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হবে। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাংবাদিক ভাইদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য জেলা বি.ডি.ই.আর.এম. এর সভাপতি শ্রী স্বপন কুমার ঋষিদাস ও সাধারন সম্পাদক রাজুলাল ডোমার এবং মহানগর ঋষিলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রকাশ ঋষি অনুরোধ করেছেন। স্থান সিলেট জেলা প্রেসক্লাব, নেহার মার্কেট ৪র্থ তলা পূর্ব জিন্দাবাজার সিলেট। সময় সকাল ১১ঘটিকায় তারিখ ১২ই মে ২০১৪ইং সোমবার। বিজ্ঞপ্তি