নড়াইল-যশোর-খুলনা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু
নড়াইল প্রতিনিধি: সড়ক-মহাসড়কে নসিমন, করিমনসহ সব ধরণের অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে শনিবার (১০ মে) সকাল থেকে নড়াইল-যশোর-খুলনা রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। যশোর বাস মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে এসব রুটে যাত্রী সাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে কর্তৃপক্ষ কোন কার্যকরী উদ্যোগ গ্রহণ করছে না। একই দাবিতে গত ১৬ এপ্রিল নড়াইল-যশোর-খুলনা-মাওয়া-ঢাকাসহ ১১টি রুটে পরিবহন ধর্মঘট পালিত হয়। শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, দাবি না মানা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।