মাধবপুরে একটি পোকা নিয়ে রহস্যের সৃষ্টি
আবুল হোসেন সবুজ, মাধবপুর (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের মাধবপুরে পাতাকৃতির পোকা বা পোকাকৃতির একটি পাতা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে এই বস্তুটিকে দেখতে শত শত মানুষ উপজেলা সদরের পশ্চিম বাজারস্ত আলেফ খাঁনের উজ্জল আয়রন স্টোরে ভিড় জমায়। উজ্জল আয়রন স্টোরের মালিক আলেফ খাঁন এক লিচু বিক্রেতার নিকট থেকে শনিবার দুপুরে একশত লিচু ক্রয় করে দোকানে নিয়ে আসলে লিচু পাতায় ওই আচানক বস্তুটিকে দেখতে পায়। বস্তুটি দেখে অনেকেই মন্তব্য করছেন আল্লাহর লীলা পাতায় জীবন দান। অনেকেই বলছেন হুবহু একটি পাতায় আল্লাহ জীবন দিয়ে তার সৃষ্টির রহস্য দেখিয়েছেন। বস্তুটি দেখতে একটি পাতার মধ্যে শুধু মাথা লাগিয়ে দিয়েছে। পাতার খন্ডিত অংশই হাত ও পা। আবার অনেকেই মন্তব্য করলে বস্তুটি নিজেই চিৎ কাত হয়ে তার সারা শরীর প্রদর্শন করে। বস্তুটির কোনো পাকস্থলি বা পেট দৃশ্যমান হয়নি। উপস্থিত সবার একই কথা এর পূর্বে এমন সৃষ্টি আর কোনো দিন দেখেনি তারা।