ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সোহেল-এর মাদার তেরেসাঁ পদক লাভ
ছাতক উপজেলার ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অধিকার আদায়ের আন্দোলন জাগ্রত ছাতকবাসীর আহবায়ক ও ছাতক-দোয়ারা ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি কর্তৃক মাদার তেরেসা পদক ২০১৪ লাভ করেছেন। গত বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মেধাবী সংবর্ধনা ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এম.এ. মান্নান এমপি চেয়ারম্যান এডভোকেট সোহেল-এর হাতে পদক তুলে দেন।
মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদারের সভাপতিত্বে ও বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির মহাসচিব এডভোকেট মনির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিষ্ট এসোসিয়েশন-এর মহাসচিব মোস্তফা মহসিন বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির চেয়ারম্যান এস.এম. আনোয়ার হোসেন অপু।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান বলেন, সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মাদার তেরেসাঁ পদক লাভ করায় ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলকে অভিনন্দন জানান। পাশাপাশি জনসেবায় আরো গুরুত্বপূর্ণ অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মাদার তেরেসাঁ পদক লাভ করায় ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলকে অভিনন্দন জানিয়েছেন-অধিকার আদায়ের আন্দোলন জাগ্রত ছাতকবাসীর যুগ্ম আহবায়ক হাবিবুল আহমদ জুলহাস, সদস্য সচিব নজমুল হোসেন, যুগ্ম আহবায়ক আমীরুল হক মেম্বার, হোসাইন আহমদ লনি, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু ইউসুফ সাদেক, সাইমুদ্দিন মেম্বার, নাজমুল হাসান জুয়েল, ছাতক সাহিত্য সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার এনামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রভাষক নূর আলম। বিজ্ঞপ্তি