জেএসসি তে ১৮টি বৃত্তি লাভ : কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় সাফল্যের ধারা অব্যাহত
কানাইঘাট প্রতিনিধি ঃ ২০১৩ সালের জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি তালিকায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। উপজেলার সর্বমোট ৪৮টি বৃত্তির মধ্যে ১৮টি বৃত্তি পেয়ে সেরা হওয়ার গৌরব অর্জন করে। এ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উল্লাস বইছে। উপজেলার মোট ১৫টি মেধাবৃত্তির মধ্যে ৯টি, সাধারণ বৃত্তি ৩৩টির মধ্যে ৯টি বৃত্তি লাভ করে সরকারী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হক বলেন, শিক্ষক সংকটসহ নানা সমস্যা থাকা সত্ত্বেও লেখাপড়ার মান ভালো রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ২৭জন শিক্ষকের মধ্যে মাত্র ৯জন শিক্ষক দিয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে। বিদ্যালয়ের ফলাফল আরো ভালো করার জন্য যথা সম্ভব দ্রুত শূণ্য পদে শিক্ষক নিয়োগ করার জন্য শিক্ষামন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মেধাবৃত্তি তালিকায় বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন, মাজহারুল ইসলাম, আসাদুল আম্বিয়া, ফায়েক আহমদ, মোঃ মনিরুজ্জামান সজল, মোঃ দেলোয়ার হোসেন, পর্ণাদাস জয়া, সাজিদা সুলতানা শাম্মী, সুফিয়া বেগম, তানিজা আফরিন রুহি, জাহিদ হাসান চৌধুরী, গিয়াস উদ্দিন, সুনন্দন দাস জয়, মাহদী মাহিন, মারওয়ান রশিদ সাফি, গুলজার হোসেইন, অনিন্দিতা দাস, তানজিয়া বেগম, মাহদিয়া হাবিব তারিন।