বিয়ে ভেঙ্গে গেল..তাই কনেকে এসিড নিক্ষেপ..তবে..

acid1মাদারীপুর সংবাদদাতাঃ মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামে বিয়ের কনেকে ছোড়া এসিড লক্ষ্যভ্রষ্ট হয়ে বিয়ে বাড়িতে বেড়াতে আসা স্কুলপড়ুয়া এক কিশোরী দগ্ধ হয়েছে। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত নয়টার দিকে এ ঘটনায় আহতের নাম সুবর্ণা আক্তার (১৩) ।- সে ওই কনের বড় বোনের মেয়ে বলে জানা যায়। মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুবর্না উপজেলার মহিষেরচর গ্রামের হাবিবুর রহমান খানের মেয়ে। কনের পরিবার ও ভূক্তভোগীদের অভিযোগ, মাদারীপুর সদর উপজেলা ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মনদী গ্রামের রকমান খন্দকারের ছেলে বাদশা খন্দকারের (২৫) সাথে একই উপজেলার মহিষেরচর গ্রামের ইসমাইল খাঁর মেয়ে লিজার বিয়ে হবার কথা ছিল বুধবার রাতে।
বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় দুপক্ষের মধ্যে বিবাদে বিয়ে ভণ্ডুল হয়ে যায়। এতে বরপক্ষ ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টার দিকে অতর্কিতভাবে কনের বাড়িতে ঢুকে কনেকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে কনের বড় বোনের মেয়ে সুবর্ণা আক্তারের গায়ে পড়ে। এডিস নিক্ষেপের শিকার সুবর্ণার বাবা হাবিবুর রহমান বলেন, বিয়ে নিয়ে সমস্যা হওয়ায় এসিড নিক্ষেপ করেছে বরপক্ষ। এতে আমার মেয়ে দগ্ধ হয়। তাকে হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক জানান, এই ঘটনার খবর পেয়েই সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।