বনভুমি আত্মসাতের প্রতিবাদে জৈন্তাপুরবাসীর মিছিল ও স্মারকলিপি
সুরমা টাইমস রিপোর্টঃ জৈন্তাপুরে সরকারী বন ও গোচর ভুমি আত্মসাতের বিরুদ্ধে ও প্রতিবাদে ফুসে উঠেছেন এলাকাবাসী। অবিলম্বে ভুমির বন্দোবস্ত বাতিল না করলে আন্দোলনে যাওয়ারও হুশিয়ারী দিয়েছেন তারা। ভুমি রক্ষার দাবিতে জনপ্রতিনিধিসহ এলাকাবাসী বৃহস্পতিবার বিক্ষোভ প্রদর্শন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর ও দক্ষিন রুহিলা কান্দি মৌজায় রয়েছে লুনিবিল ও মেধার হাওর নামের বৃহৎ জলমহাল । এ জলমহাল থেকে সরকার প্রতিবছর লাখ লাখ টাকার রাজস্ব আয় করে থাকে। জলমহালের চারদিকে উত্তর রুহিলাকান্দি মৌজার ৬১ ও দক্ষিন রুহিলাকান্দি মৌজার ১,৩০,১৪ ও ১৮ দাগে রয়েছে গড়লায়েক জঙ্গল ও লায়েক জঙ্গল শ্রেণীর বিশাল বন ও গোচর ভুমি। এ বনভুমি জলমহালগুলো বেষ্টন করে রক্ষায় গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। এলাকার জনসাধানের গোবাদি পশু,জলমহাল ও পরিবেশ রক্ষায় চারপাশের এ বনভুমি রক্ষা একান্ত প্রয়োজন। এ বনভুমি না থাকলে যেমন এলাকার গোবাদি পশু রক্ষা করা কঠিন, তেমনি উপজেলার সর্ববৃহৎ জলমহালের অস্তিত্বও সংকটে পড়বে। সরকার রাজস্ব আয় হরাবে লাখো-কোটি টাকার। বর্তমান সরকার আমলে এলাকার একশ্রেণীর ভুমিখেকো চক্র নিজেদের সরকারদলীয় পরিচয়ে জলমহালের চার পার্শ্বের বন ও গোচর ভুমি হাতিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে। ইতোমধ্যে তারা ভুমির শ্রেণী গোপন করে তাদের বিভিন্ন জনের নামে ও ভুয়া নামে ১১৪টির মত এল.এস কেস দায়ের করে বন্দোবস্তের মাধ্যমে ওই ভুমি আত্মসাতে মেতে উঠেছে। অভিযোগ পাওয়া গেছে, এল এস কেসে’র কেউই ভূমিহীন নয় এবং অনেকের নাম ঠিকানাও সঠিক নয়। পর্যাপ্ত পরিমান ভুমির মালিক ও ভুয়া নাম-ঠিকানার লোকদের ভুমিহীন সাজিয়ে সরকার ও জনস্বার্থের এ বনভুমি আত্মসাতের চেষ্টায় সক্রিয় হয়ে উঠেছে তারা। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপরে এলাকার শত শত মানুষ বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে এলাকাবাসী এ ভুমি রক্ষায় সিলেটের জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। স্মারকলিপির কপি সিলেট-৪ আসনের এমপি, ভুমি মন্ত্রনালয়ের সচিবসহ বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরন করা হয়েছে। স্মারকলিপিতে স্বাক্ষর কারীদের মধ্যে রয়েছেন জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস, সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেইন, সেলিম আলী, আব্দুস সালাম,মুজম্মিল আলী, মোছা মিয়া প্রমূখ।