আবারো বল হাতে উজ্জ্বল সাকিব
সুরমা টাইমস স্পোর্টসঃ বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলে বোলিং ঝলক অব্যাহত রেখেছেন।মঙ্গলবার কলকাতার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে সাকিবকে বেশ দেখেশুনেই খেলেছে দিল্লী ডেয়ার ডেভিলস ব্যাটাররা।সাকিব ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন।
দিল্লী ম্যাচেও পাওয়ার প্লেতে সাকিবের হাতে বল তুলে দেন গম্ভীর।ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে মাত্র ২ রান দেন সাকিব।বিশ্বসেরা এ অলরাউন্ডারের করা দ্বিতীয় ওভার থেকেও বেশি রান পাননি পিটারসেন-মুরালি বিজয়।ইনিংসের ষষ্ঠ ওভার থেকে আসে মাত্র ৩ রান।শুধু তাই নয় ওই ওভারের তিন নম্বর বলে রান আউট হন দিল্লী অধিনায়ক কেভিন পিটারসেন।এরপর কয়েক ওভারের বিরতির পর ১০ম ওভারে আবার আক্রমণে ফিরেন সাকিব।ওই ওভার থেকেও ডুমিনি-কার্তিকরা রান তুলতে ব্যর্থ।সাকিব খরচ করেন মাত্র মাত্র ৫ রান।তবে ভাল বল করেও উইকেট শূন্য থেকে যাচ্ছিলেন তিনি।এদিকে,১১তম ওভারে ক্যালিসকে উড়িয়ে রান রেট বাড়ানোর কাজটা বেশ ভালভাবেই শুরু করেছিল দিল্লী।তবে ১২তম ওভারে বোলিংয়ে এসে আবার দলটির রাস টেনে ধরেন সাকিব।মাত্র তিন রান খরচায় ২২ বলে ৩৬ রান করা দিনেশ কার্তিককে ফিরিয়ে দেন তিনি।
আজকের উইকেটটিসহ এবারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৬ উইকেট পেয়েছেন সাকিব।আর এ উইকেট শিকারের পথে তিনি ৬ ম্যাচে মাত্র ৬.০৮ গড়ে রান দিয়েছেন।