খলিফায়ে বায়মপুরী আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন আজ
আজ সকাল ১০টায় পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সিলেট ওসমানি বিমান বন্দর থেকে সৌদি আরব গমণ করেছেন জমিয়তে উলামা বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আলিমকুল শিরোমনি, খলিফায়ে বায়মপুরী, কানাইঘাট দারুল উলূম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী দা.বা.।- তাঁর ওমরাহ সফর উপলক্ষে জমিয়তে উলামা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ব্যাপক সংবর্ধনার আয়োজন করেছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শামছুদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক মাও.ক্বারী হারুনুর রশীদ চতুলীর নেতৃত্বে সকাল ৭টায় আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ’র মাজার জিয়ারত শেষে সংবর্ধনার বিশাল গাড়ী বহর হযরত কে নিয়ে সিলেট ওসমানি বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবে। সেখানে আখেরী মুনাজাতের মাধ্যমে হযরতকে বিদায় জানানো হবে। এদিকে আল্লামা শায়খে লক্ষীপুরী তাঁর সু-স্বাস্থ্যের জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া করার জন্য দেশবাসী, শুভাকাঙ্কি এবং দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)