কমলগঞ্জে স্ত্রীকে হত্যার পর ঘরে আগুন, স্বামী আটক

House on Fire Sylhetনুরুল ইসলাম শেফুল: মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ উপজেলার পদ্মছড়া চাবাগানের শ্রমিক দু-সন্তানের জননী স্বপ্না মুন্ডাকে (২৭) হত্যা করে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্বামী। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। বাগান সুত্রে জানা যায়, বুধবার সকালে পদ্মছড়া বাগানের শ্রমিক স্বপন মুন্ডার সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী স্বপন তার স্ত্রী স্বপ্নাকে গলায় চাপ দিয়ে ঘরের ভেতরে হত্যা করে। পরে তার দুটি সন্তানকে বের করে নিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনে স্ত্রী ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করেছে। পুড়ে যাওয়া লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বদরুল ইসলাম জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।