শমশেরনগর পূবালী ব্যাংকে গ্রাহক লাঞ্ছিত ॥ উত্তেজনা

Pubali Bankবিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পূবালী ব্যাংকের স্টাফদের দ্বারা গ্রাহক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এসময়ে ব্যাংকের বারান্দায় উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার দুপুর ১ টা ৩০ ঘটিকায় শমশেরনগর পূবালী ব্যাংকে এই ঘটনাটি ঘটে।
শমশেরনগর বাজারের ব্যবসায়ী জুয়েল আহমদ জানান, গ্যাস বিল পরিশোধ করতে পূবালী ব্যাংকে যাওয়ার পর কর্মকর্তারা বিল রাখতে অপারগতা প্রকাশ করেন। বিষয়টি জানতে চাইলে ব্যাংকের একজন স্টাফ গায়ে ধাক্কা দেন। এরপর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা দৌড়ে বারান্দায় নিয়ে এসে টানা হেচড়া শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শমশেরনগর পূবালী ব্যাংকের বারান্দায় হঠাৎ করে ব্যাংক স্টাফরা গ্রাহক জুয়েল আহমদকে টানা হেচড়া শুরু করেন। এ সময়ে উত্তেজনা দেখা দিলে আশপাশের লোকজন তাদের সরিয়ে দেন। পূবালী ব্যাংকের কয়েকজন গ্রাহক বলেন, বর্তমানে শমশেরনগর পূবালী ব্যাংকের কয়েকজন স্টাফের বিভিন্ন সময়ে অসদাচরন ও ব্যাংক ঋণ নিয়েও ম্যানেজারের আচরনে অনেকেই অতিষ্ট। তাছাড়া ব্যাংকে নাইট গার্ডকে দিয়ে বিদ্যুৎ বিলও রাখা হয়। এসব কারনে ভিড় ও ঝামেলা লেগেই থাকে।
অভিযোগ বিষয়ে শমশেরনগর পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মো. আব্দুল হামিদ বলেন, তাঁর ব্যাংকের কোন স্টাফ কাউকে ধাক্কা দেয়নি বা খারাপ আচরন করেননি। জুয়েল আহমদ চার মাসের গ্যাস বিল দিতে চাইলে তাকে বলা হয়েছিল সংশ্লিষ্ট অফিস থেকে লিখিত নিয়ে আসতে।