সিলেটে গাড়ির কালো গ্লাসের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু
সুরমা টাইমস রিপোর্টঃ গাড়িতে কালো গ্লাস পেপার খুলে নেয়ার সময় থাকলেও আগেভাগেই সিলেটে অভিযানে নেমেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বিভিন্ন পয়েন্টে কালো গ্লাসের গাড়ি আটকে মামলা দায়ের করতে দেখা গেছে। মঙ্গলবার বিকেলে নগরীর চৌহাট্রা পয়েন্টে মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও সিলেটের বরেণ্য শিক্ষাবীদ অধ্যাপক মো. আব্দুল আজিজ হয়রানির শিকার হন। সরকারের নির্দেশনা অনুযায়ি নির্ধারিত সময় থাকা সত্ত্বেও তার ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেন ট্রাফিক সার্জেন্ট তৌহিদুজ্জামান।
অধ্যাপক মো. আব্দুল আজিজ জানান, আমার গাড়ির পেছনের দুটি সাইটে গ্লাস পেপার লাগানো ছিল। সরকারের বেধে দেয়া ৯ মে’র মধ্যে গ্লাস পেপার খুলে ফেলার সময় রয়েছে বলে তিনি কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানালেও তা অগ্রাহ্য করে ট্রাফিক সার্জেন্ট মামলা দায়ের করেন।
গত সোমবার নগরীর নাইওরপুল মেট্রোপটিন পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন বলেছিলেন- কালো গ্লাস পেপার খুলে ফেলার জন্য আমরা প্রচারনাও চালিয়ে যাচ্ছি। এছাড়াও আগামী ১০ মে তারিখের মধ্যে যারা গাড়ি থেকৈ কালো গ্লাস পেপার খুলবেন না তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে।