ছাতকে শিক্ষিকার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে অভিযোগ দায়ের
ছাতক প্রতিনিধিঃ ছাতকে শিক্ষকদের নামে অপপ্রচারে লিপ্ত থাকার অভিযোগে মাহমুদা সিদ্দিকা পান্না নামের এক শিক্ষিকার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক মিছবাউজ্জামান শিলুসহ ৫শিক্ষক-শিক্ষিকা স্বাক্ষরিত এ অভিযোগ ২৯এপ্রিল ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবরে দায়ের করা হয়। অভিযোগ থেকে জানা যায়, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা সিদ্দিকা পান্না শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে ২০এপ্রিল ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এর আগে শিক্ষিকা পান্না তথা কথিত ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ এনে শিক্ষকদের মান-সম্মান ক্ষুন্ন করেছেন। শিক্ষিকা মাহমুদা সিদ্দিকা পান্না ৮এপ্রিল হতে ৫মে পর্যন্ত চিকিৎসা ছুটিতে থাকাবস্থায় বিভিন্নস্থানে অবাধে ঘুরাফেরা করে শিক্ষা বিভাগের মান-মর্যাদা ভুলণ্ঠিত করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভায় সর্বসম্মত সিদ্ধান্তে এ শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে জেলা শিক্ষা অফিসার বরাবরে আবেদন করেন তারা। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাধিক নেতৃবৃন্দ জানান, অবিবাহিত শিক্ষিকা মাহমুদা সিদ্দিকা পান্নার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপেরও বিভিন্ন অভিযোগ রয়েছে। তার এহেন কার্যকলাপে এখানের শিক্ষক-শিক্ষিকাদের মানহানি ঘটছে। তাদের অভিযোগ, অবাধ চলাফেরায় বাঁধাগ্রস্থ হওয়ায় এখান থেকে নিজ এলাকা দিরাইয়ে বদলি হয়ে যাওয়ার জন্য সুনামগঞ্জের আল-হেলাল নামক এক যুবকের প্ররোচনায় শিক্ষক সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে শিক্ষিকা পান্না।