নবীগঞ্জের সৈয়দপুর ইনাতগঞ্জ-কামারগাও সড়কের রাস্তার উন্নয়ন কাজের উদ্ধোধন
নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ এলজিইডির অর্থায়নে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের সৈয়দপুর ইনাতগঞ্জ-কামারগাও সড়কের সড়কের পাকাকরন কাজ গতকাল শুক্রবার দুপুরে আনুষ্টানিক ভাবে উদ্ধোধন করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুািনম চৌধুরী বাবু। দীঘলবাক ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল হান্নান চৌধুরী চান মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহমদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক, এডঃ মুজিবুর রহমান কাজল, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), উপজেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি এম এ মতিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীওে সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, কৃষকলীগ সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জাপানেতা সুজন মিয়া, আঃ নুর, আলবাব মিয়া, ছালিক মিয়া, শাহিন মিয়া, কামাল মিয়া, আতাউর রহমান, এলাওর মিয়া, আওয়ামীলীগ নেতা আকল মিয়া, যুবনেতা আলা উদ্দিন, নুরুল হক, সুলতান আহমদ প্রমুখ।