“অস্থিতিশীলতা বাংলাদেশের জন্য বিপদ বয়ে আনবে”
সুরমা টাইম ডেস্কঃ যুক্তরাষ্ট্র সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশের জন্য বিপদ বয়ে আনবে। তিক্ত রাজনৈতিক বিভাজন ভুলে একযোগে কাজ করতে আবারও বাংলাদেশের রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপকমিটিতে দক্ষিণ এশিয়াবিষয়ক এক শুনানিতে এ আহ্বান জানানো হয়। শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক বিরোধের দিকে ইঙ্গিত করে নিশা দেশাই বিশওয়াল বলেন, দ্বিপক্ষীয় তীব্র বিরোধ নিরসনে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশে বিরোধীপক্ষ জোরালো কোনো আন্দোলনে নেই।
নিশা দেশাই বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে যেসব সাফল্য অর্জন করেছে তা অচিরেই ভঙ্গুর ও অস্থায়ী হয়ে পড়বে। তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের অন্তর্ভুক্তি না ঘটলে স্থিতিশীলতা সম্ভব না। নিশা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের নানা সাফল্য ও অর্জনের কথা তুলে ধরেন। রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তবে আরও অনেক কাজ বাকি রয়েছে।
শুনানিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এশিয়াবিষয়ক উপকমিটির প্রধান স্টিভ শ্যাবোট রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টিতে অব্যাহত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ সংকটের যদি সমাধান না হলে উদারপন্থী মুসলিম দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পাল্টে যেতে পারে।