রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতেই জামায়াত-শিবির নেতৃবৃন্দকে জড়িয়ে চার্জশীট : সিলেট জামায়াত
আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা জগৎ জ্যোতি হত্যা মামলায় সিলেট মহানগর জামায়াত শিবির নেতৃবৃন্দকে জড়িয়ে আদালতে মিথ্যা চার্জশীট প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অবিলম্বে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আদালতে প্রদান করা চার্জশীট থেকে সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সাবেক সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন, সেক্রেটারী মো: ফখরুল ইসলাম ও মহানগর ছাত্রশিবিরের সভাপতি এডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু সহ নিরীহ জামায়াত-শিবির নেতৃবৃন্দের নাম প্রত্যাহারের দাবী জানান তারা।
গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সেক্রেটারী মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা উত্তরের ভারপ্রাপ্ত আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন এবং মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, মো: শাহজাহান আলী প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সরকার দলীয় অঙ্গসংগঠনের আভ্যন্তরিন কোন্দলে নিহত সাবেক ছাত্রলীগ নেতা জগৎ জ্যোতি হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই নিরীহ জামায়াত-শিবির নেতৃবৃন্দকে জড়িয়ে আদালতে মিথ্যা চার্জশীট প্রদান করা হয়েছে। তাদের অভ্যন্তরীণ কোন্দলে ইতিমধ্যে নগরীতে একাধিক নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জামায়াত-শিবিরের ন্যুনতম কোন সম্পর্ক থাকার প্রমাণ না থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করতেই এই চার্জশীট প্রদান করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় জগৎ জ্যোতি হত্যা মামলায় এলাকায় আদিপত্য বিস্তার নিয়ে সরকার দলের একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু কোন তথ্য প্রমাণ ছাড়াই এই স্পর্শকাতর হত্যা মামলায় নিরীহ নেতৃবৃন্দকে জড়ানো সিলেটের রাজনৈতিক ইতিহাসে কালো অধ্যায়ের সূচনা করেছে। অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে নিরীহ জামায়াত-শিবির নেতৃবৃন্দের নাম প্রত্যাহার করে প্রকৃত খুনীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। অন্যথায় সচেতন সিলেটবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি