ঘাতকদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সুরমা টাইম ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ওয়ার্ড কাউন্সিলর নজরুলসহ সাত জনকে অপহরণ করে হত্যার ঘটনায় ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের এ ঘটনায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার রাতে গণভবনে গেলে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘অপরাধী যেই হোক কাউকে ছাড়া হবে না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘এ ঘটনায় সরকার বিব্রত নয়।
অপর এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, বাড়ি-ঘর দখল নিয়ে এসব হচ্ছে। এখানে রাজনৈতিক কোনো বিষয় জড়িত নেই। নিরাপত্তা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে অচিরেই এর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মোড়ে মোড় তল্লাশি চৌকি বসাচ্ছি। গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করছি।’
তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা আর ঘটবে না এ নিশ্চয়তা আমি দিতে পারছি না। তবে গুম-অপহরণ নিয়ন্ত্রণে আনতে পারবো এ কথা আমি বলতে পারি।’
আসাদুজ্জামান খান বলেন, ‘২০০৮ সালের পর থেকে গুম-অপহরণের ঘটনা কমে এসেছে। একটি স্বার্থান্বেষী মহল এসব ঘটনার জন্য দায়ী।’