কণ্ঠশিল্পী রুমিকে আদালতে তলব
সুরমা টাইমস বিনোদনঃ প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় কণ্ঠশিল্পী আরেফিন রুমিকে আগামী ১৮ মে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
মামলায় বলা হয়, রুমি ২০০৮ সালের ৪ এপ্রিল অনন্যাকে বিয়ে পর তাদের সংসারে আরিয়ান (৪) নামে এক ছেলে সন্তান হয়। ২০১২ সালে ২৪ অক্টোবর সে আমেরিকা প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমেরিকায় পাড়ি জমান এবং ছেলে ও প্রথম স্ত্রীর ভরণপোষণ দেয়া বন্ধ করে দেন। আর দ্বিতীয় বিয়ের করার ক্ষেত্রে সে বাদী প্রথম স্ত্রীর অনুমতি নেননি।
উল্লেখ, একই স্ত্রীর নারী নির্যাতনের মামলায় ২০১৩ সালের ১২ অক্টোবর রুমি মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই এস এম ইয়াসিন রনিসহ গ্রেপ্তার হন। ওইদিন তাদের আদালতে পাঠানো হলে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরদিন ৭টি শর্ত পূরণ করবে মর্মে হলফনামা দিয়ে জামিন পান তারা।