ছাত্রলীগ কর্মী ছদরুলের অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় প্রেরণ
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলের ক্যাডারদের হাতে আহত ছাত্রলীগ কর্মী ছদরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। ছুরিকাঘাতে তার ফুসফুস ক্ষতিগ্রস্থ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সোমবার সন্ধ্যায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ছদরুল এমসি কলেজের ইতিহাস বিভাগের ৩য় বিভাগের ছাত্র ও জেলা ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি পঙ্কজ গ্রুপের কর্মী। রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মীরা কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করে।
আহত ছদরুলের বন্ধু রুবেল আহমদ জানান- ছদরুলের ঘাড় ও পিঠসহ ৬টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরির আঘাত তার ফুসফুসে লেগেছে। ওসমানী হাসপাতালের চিকিৎসকরা সাময়িকভাবে ফুসফুসের রক্তক্ষরণ বন্ধ করে দিয়েছেন। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে ওসমানী হাসপাতাল থেকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন থেকে এমসি কলেজ ও পার্শ্ববর্তী টিলাগড়ে ছাত্রলীগের হিরণ মাহমুদ নিপু ও পঙ্কজ পুরকায়স্থ গ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। সোমবার ক্যাম্পাসে পঙ্কজ গ্রুপের কর্মী ও এমসি কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছদরুল ইসলামকে ছুরিকাঘাত করে নিপু গ্রুপের নেতাকর্মীরা। এসময় তারা ছদরুলের সাথে থাকা পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী নিরেশ তালুকদারকেও মারধর করে আহত করে। এর মধ্যে গুরুতর আহত ছদরুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পঙ্কজ গ্রুপের নেতাকর্মীরা ক্যাম্পাসে এলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের দুইকর্মীকে আটক করে। ওই দুইকর্মীকে ছাড়িয়ে নিতে কলেজ অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার পুলিশের কাছে তদবির করেন। কিন্তু পুলিশ তাদেরকে ছেড়ে দিতে অপরাগতা প্রকাশ করে। আটক দুইজনের নাম তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ। পঙ্কজ গ্রুপের নেতা ও মহানগর ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুহেল তালুকদার নিপু গ্রুপের নেতাকর্মীরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ক্যাম্পাসে হামলা চালিয়েছে। এতে ছদরুল ও নিরেশ আহত হয়েছেন। এ ব্যাপারে জানতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেনজানান- ক্যাম্পাস থেকে দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসে সন্ত্রাসীদের ফেলে যাওয়া রডসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।